এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় আলোর প্রতিফলন | জ্ঞানমূলক প্রশ্ন

এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় আলোর প্রতিফলন

প্রিয় ৯ম/১০ম/এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। নিশ্চয়ই তোমরা সবাই ভাল আছেন। আজকে তোমাদের সাথে পদার্থবিজ্ঞান বইয়ের ৩অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব। তোমাদের স্কুলের কিংবা এসএসসি পরীক্ষাগুলোতে “এসএসসি পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় আলোর প্রতিফলন” পোস্ট আলোচিত প্রশ্ন থেকে কমন পড়বে। যদি পোস্টটি তোমাদের উপকারে আসবে এবং যদি পোস্টটি ভাল লাগলে ✉ কমেন্ট এবং????শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। নিচে দেওয়া Download লিংকে ক্লিক করে তথ্যটির ✂পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। তাহলে চলো পদার্থবিজ্ঞান ৮ম অধ্যায় আলোর প্রতিফলন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেখে নেওয়া যাক…

১। প্রতিফলনের প্রথম সূত্রটি লেখ। রা. বোর্ড-২১
উত্তর: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।
২। ফোকাস দূরত্ব কাকে বলে? রা. বোর্ড ২১
উত্তর: গোলীয় আয়নার মেরু বিন্দু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে।
৩। প্রতিবিম্ব কাকে বলে? রা. বো ২১, ব. বো. ২১, ম. বো. ২১, ব. বো. ২০
উত্তর: কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
৪। আলোর প্রতিফলন কাকে বলে? কু. বো. ২১, দি. বো ২১: ঢা. বোর্ড-১৭
উত্তর: আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাবার সময় খানিকটা আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, এ ঘটনাকে আলোর প্রতিফলন বলে
৫। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? য. বো. ২১, সি. বো. ১৭

অথবা, অনিয়মিত প্রতিফলন কাকে বলে?
উত্তর: একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল বা অভিসারী বা অপসারী না হয়, তাহলে এ ধরনের প্রতিফলনকে ব্যাপ্ত প্রতিফলন/অনিয়মিত প্রতিফলন বলে।
৬। রৈখিক বিবর্ধন কাকে বলে? চ. বো. ২১, ২০
উত্তর: কোন বস্তুর প্রতিবিম্ব মূল বস্তু থেকে কত বড় সেটাকে বিবর্ধন বলা হয়।
৭। দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? ঢা. বো. ২০
উত্তর: দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে দর্পণের প্রধান অক্ষ বলে।
৮। প্রতিবিম্ব কাকে বলে? ব. বো. ২০
উত্তর: কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে।
৯। সমতল দর্পণ কাকে বলে? সি. বো. ২০
উত্তর: যে মসৃণ ও সমতল প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।
১০। দর্পণের ফোকাস কাকে বলে? কু. বো. ২০
উত্তর: প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় আয়নায় আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় (অবতল আয়না) বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় (উত্তল আয়না) ঐ বিন্দুকে ঐ দর্পণের ফোকাস বলে।
১১। দর্পণের মেরু কাকে বলে? রা. বো. ১৭
উত্তর: গোলীয় দর্পণের যে পৃষ্ঠ থেকে প্রতিফলন হয় তার কেন্দ্রবিন্দুটিকে মেরু বলে।
১২। আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি লিখ। চ. বো. ২০
উত্তর: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।
১৩। নিয়মিত প্রতিফলন কাকে বলে? চ. বো. ১৫
উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল ভাবে গমন করে তবে এ ধরণের প্রতিফলনকে নিয়মিত প্রতিফলন বলে।
১৪। সদ বিম্ব কাকে বলে?

অথবা, বাস্তব প্রতিবিম্ব কাকে বলে?
উত্তর: কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বা সদ বিম্ব বলে।
১৫। পাহাড়ি রাস্তার বাঁকে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর: পাহাড়ি রাস্তার বাঁকে সমতল দর্পণ ব্যবহার করা হয়।
১৬। অপটিক্যাল ফাইবার কী? সম্মিলিত বো. ১৮, ব.বো. ১৭
উত্তর: অপটিক্যাল ফাইবার হলো কাচ বা প্লাস্টিকের তৈরি সরু দীর্ঘ নমনীয় অথচ নিরেট ফাইবার বা তন্তু।
১৭। আলোর প্রতিফলনের সূত্র লিখ।
উত্তর:

আলোর প্রতিফলনের ১ম সূত্র: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এ আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।
আলোর প্রতিফলনের ২য় সূত্র: প্রতিফলন কোণটি হবে আপাতন কোণের সমান।
১৮। সুষম প্রতিফলন কী?

অথবা, নিয়মিত প্রতিফলন কাকে বলে?
উত্তর: যদি একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছ বা অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে এ ধরনের প্রতিফলনকে আলোর নিয়মিত প্রতিফলন বা সুষম প্রতিফলন বলে।
১৯। দর্পণের প্রধান অক্ষ কাকে বলে?
উত্তর: দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রমকারী সরলরেখাকে দর্শণের প্রধান অক্ষ বলে।
২০।  সমতল দর্পণ কাকে বলে?
উত্তর: যে যে দর্শণের প্রতিফলক তল সমতল থাকে তাকে সমতল দর্পণ বলে।

২১। দর্পণ কাকে বলে?

উত্তর: যে মসৃণ তল থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে দর্পণ বলে। যেমন কাকে বলে?চকচকে ধাতব পাত, পলিশ করা টেবিল সবই দর্পণ হিসেবে কাজ করে।

২২। গোলীয় দর্পণ কাকে বলে?

উত্তর: যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ তাকে গোলীয় দর্পণ বলে।

২৩। প্রতিবিম্ব কাকে বলে?

উত্তর: কোনো একটি বিন্দু হতে কতকগুলো আলোকরশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো কোনো একটি বিন্দুতে মিলিত হয় বা কোনো একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়।

২৪। অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে?

উত্তর: কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তবে ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে।

২৫। সরল পেরিস্কোপ কাকে বলে?

উত্তর: দূরের কোনো জিনিস বা বস্তু সরাসরি বা সোজাসুজি দেখতে বাধা থাকলে যে যন্ত্রের সাহায্যে ঐ বস্তুটিকে দেখা যায় তাকে পেরিস্কোপ বলে।

২৬। অবতল দর্পণ কাকে বলে?

উত্তর: কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে অর্থাৎ গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে তবে তাকে অবতল দর্পণ বলে।

২৭। উত্তল দর্পণ কাকে বলে?

উত্তর: কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে অর্থাৎ গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলে।

২৮। বক্রতার কেন্দ্র কাকে বলে?

উত্তর: গোলকীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পণের বক্রতার কেন্দ্র বলা হয়।

২৯। বক্রতার ব্যাসার্ধ কাকে বলে?

উত্তর: কোনো একটি গোলীয় দর্পণের মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে ঐ গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। এটিকে ৎ দ্বারা প্রকাশ করা হয়।

৩০। গৌণ অক্ষ কাকে বলে?

উত্তর: মেরু বিন্দু ব্যতীত দর্পণের প্রতিফলক পৃষ্ঠের উপরস্থ যেকোনো বিন্দু ও বক্রতার কেন্দ্রের মধ্যদিয়ে গমনকারী সরলরেখাকে গৌণ অক্ষ বলে।


শিক্ষামূলক সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন ShikkhaCare ওয়েবসাইটে।

শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই “E Shikkha” ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।

Leave a Comment

error: Content is protected !!